প্রতারক সাহেদ করিমের,যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ, কিছুক্ষণ পরেই রায়!
সাহেদ করিম,করোনা চিকিৎসার নামে হাজারো মানুষকে প্রতারিত করেছে, ভুয়া করোনা সার্টিফিকেট বিক্রি করে হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকা। সাহেদ দেশ থেকে পালানোর সময় চলতি বছরের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত থেকে তাকে আটক করে র্যাব। এরপর কড়া প্রহরায় হেলিকপ্টারে করে রাজধানীতে নিয়ে আসা হয় তাকে। ১৯ জুলাই সাহেদকে সঙ্গে নিয়ে উত্তরার বাসার অভিযান চালালে সেখান থেকে উ’দ্ধা’র করা হয় একটি পিস্তল,গুলি।
করোনা মহামারির সময়-দেশে ‘করোনা’ চিকিৎসার নামে প্রতারণার মূলহোতা রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ।
দুর্নীতি, অর্থপাচার, মাদক মামলাসহ সারাদেশে সাহেদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা থাকলেও এই প্রথম তার বিরুদ্ধে কোন মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। রায়ে দোষী প্রমাণিত হলে সাহেদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
আদালতে সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ১১ জন সাক্ষী। আর রাষ্ট্রপক্ষ আদালতে চেয়েছেন সাহেদের বিরুদ্ধে সবোর্চ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।
রাষ্ট্রপক্ষের দাবি, সাহেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। আর তাই অস্ত্র মামলায় সাহেদের দোষী প্রমাণিত হওয়ার বিষয়টি সময়ের ব্যাপার মাত্র।
এ ব্যাপারে, রাষ্ট্রপক্ষের-আইনজীবী আব্দুল্লাহ আবু জানান,(সাহেদ) তার সকল অভিযোগ সন্দেহতীতভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।