1. admin@bd-journalist.com : বিডি জার্নালিস্ট : বিডি জার্নালিস্ট
  2. miraj20@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. commercial.rased@gmail.com : Staff Reporter : Staff Reporter
  4. newuser@mail.com : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৬:৪৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রুপগঞ্জে ব্যক্তি মালিকানাধীন জমি দখল ও অসহায় মানুষের আর্তনাদ!

বিডি জার্নালিস্ট ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়ন কেরানীগঞ্জ মৌজায়  শত শত ব্যাক্তি মালিকানাধীন ক্রয়কৃত জমির উপর স্থানীয়  প্রভাবশালীদের সহযোগিতায় বালু ফেলে অবৈধভাবে দখল করতেছে।

 

স্থানীয় মানুষের সাথে কথা বলে বাংলাদেশ জার্নালিস্ট জানতে পেরেছে, স্থানীয় চেয়ারম্যানের তদারকিতেই নাকি হচ্ছে এই ভরাট কাজ। জমি দখল হলে তারা আসলেই কোন টাকা পাবে কিনা সেটা নিয়েও তারা সুচিন্তিত নয়।

এখানে সাধারণ মানুষ দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর যাবত বসবাস করে আসছে। তাদের এই জমি হারালে কোথাও মিলবে না তাদের মাথা গুজবা ঠাই। স্থানীয় লোকজন জানিয়েছে তাদের এই জমি হারালে তারা অনেক সমস্যায় পড়ে যাবে। তাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না।


এসব মানুসষ জানিয়েছে বালু ভরাট দেয়ার আগে তাদের সাথে কোন লোকজন বা কোন কোম্পানি আলোচনা করে নাই। তাদের সাথে কোন ধরনের মীমাংসা ছাড়াই  অবৈধভাবে ভরাট হচ্ছে এসব জমি।


এসব গরিব লোকের আকুল আবেদন এই ব্যাপারে যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষন হয় পাশাপাশি তারা যেন এখানে বসবাস করতে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেই ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2021 bd-journalist.com
Theme Customized By newspadma.Com