কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য মৌলবাদীদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখের নের্তুত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে সমাবেশে অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল,সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশীদ,ছাত্রলীগ নেতা নাজমুল হাসান পিয়াস প্রমূখ। সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বক্তরা।