কুমিল্লার বরুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশব্যাপি পরিচালিত ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক সম্মাননা অনুষ্ঠান বরুড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাব ইন্সপেক্টর বিকাশ ঘোষ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ বেগম, সম্মাননা প্রাপ্ত নারীদের মধ্যে বক্তব্য রাখেন বরুড়া হাই স্কুলের শিক্ষিকা তানজিনা আফরোজ স্মৃতি ও সমাজ সেবিকা ফরিদা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী নেত্রী শাকিলা জামান।
সম্মাননা প্রাপ্ত ৫ নারীরা হলেন শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী তানজিনা আফরোজ স্মৃতি, জননী ক্যাটাগরীতে শিরিন জামান, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কুলছুম আক্তার, সমাজসেবা ও উন্নয়নে ফরিদা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু কারী নারী শাহিনুর আক্তার। অনুষ্ঠান শেষে সম্মাননা প্রাপ্তদের উপহার সামগ্রী ও সনদপত্র প্রদান করা হয়।