অন্তিম-এর শুটিং শুরু করেই সেই লুক প্রকাশ্যে আনলেন সালমান খান। যা সামনে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।
অন্তিম-এ একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সালমানকে। টুইট করে এমনই জানান আয়ুশ শর্মা।
সম্প্রতি দিশা পাটানির সঙ্গে রাধে-র শুটিং শেষ করেন সালমান খান। ভাইজানের সঙ্গে রাধে-তে স্ক্রিন শেয়ার নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দিশা। রাধে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক বলেও মন্তব্য করেন দিশা।