পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে সমাজসেবী সংগঠন পাঁচপীর ব্লাড ডোনার সোসাইটি’র উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতার লক্ষ্যে ফ্রী মাস্ক বিতরণ করা হয়।
শুক্রবার(১১ডিসেম্বর) বেলা ৩:০০ টায় উপজেলার পাঁচপীর ইউনিয়নের বিভিন্ন বাজারে প্রায় ৩০০০ মাস্ক বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির প্রধানকে মাস্ক পড়িয়ে তাদের সংগঠনের পদচারণা শুরু করে।
পাঁচপীর ব্লাড ডোনার সোসাইটির একজন সদস্য বলেন,দেশের যুব সমাজ আজ বিভিন্ন নেশায় আসক্ত সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে সমাজসেবী মানসিকতা নিয়ে পাঁচপীর ব্লাড ডোনার সোসাইটি প্রতিষ্ঠা করেছি।যারই ধারাবাহিকতায় সংগঠনের সদস্যরা নিজেদের মোবাইল খরচ বাঁচিয়ে এই করোনা মহামারীতে অসহায় মানুষের স্বাস্থ সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক বিতরণের উদ্যােগ নিয়েছি।
পাঁচপীর ব্লাড ডোনার সোসাইটি’র মুখপাত্র তার বক্তব্যে তাদের পাঁচপীর ব্লাড ডোনার সোসাইটি’র লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরেন ঃ
পাঁচপীর ব্লাড ডোনার সোসাইটি’র লক্ষ ও উদ্দেশ্য ঃ
১. কোনরকম স্বার্থ ছাড়াই ব্লাড ম্যানেজ করে দিতে সর্বদা প্রস্তুত থাকা।
২. তরুণ ও ছাত্র সমাজকে ভাল উদ্দেশ্যে সংগঠিত করা।
৩. সামাজিক ও মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করা।
৪. এলাকার দরিদ্র মেধাবী/অশিক্ষিত ছেলে/মেয়েদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা।
৫. শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা।
৬. বাল্যবিবাহ প্রতিহত করা এবং যৌতুক প্রথা বন্ধ করা।
৭. শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ ও হত দরিদ্রদের মধ্যে ঈদে নতুন জামা কাপড় বিতরণ করা।
৮. এলাকার অসহায় অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো।
৯. মাদকাশক্তি ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত থাকার জন্য উৎসাহিত করা।
১০. ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
১১. গুণী এবং সমাজসেবক ব্যাক্তিদের কৃতি সংবর্ধনা প্রদান করা।
১২. অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
১৩. ক্ষোভ আক্রোশ প্রতিহিংসার বদলে পরস্পরের প্রতি মমত্ববোধ সৃষ্টির বিষয়ে পরামর্শ দেওয়া।
১৪. বৃক্ষ রোপনে উৎসাহী করা (গাছ লাগান পরিবেশ বাচাঁন) বাস্তবায়িত করা।
১৫. আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা যেমনঃ কম্পিউটার, ই-মেইল, ওয়েবসাইট, সহ উন্নত প্রযুক্তি সম্পর্কে অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে প্রাথমিক জ্ঞান প্রদান।
এছাড়াও সমাজের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আমাদের এ সংগঠনটি কাজ করবে।
তিনি বলেন আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যে বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করে যাবো।পঞ্চগড় জেলাধীন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গ আমাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে আশা রাখছি।
পাঁচপীর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির প্রধান তার বক্তব্যে বলেন, দেশের যুব সমাজ আজ মাদক সহ নানা রকম নেশায় আসক্ত।সেই পরিস্থিতিতে আমার ইউনিয়নে যুবসমাজের উদ্যোগে এমন একটা সমাজ সেবী সংগঠন সত্যিই প্রসংশার দাবী রাখে।
আমি তাদের মহৎ উদ্যােগ এবং সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।