করোনা মহামারিতে নতুন গানের সংকট সঙ্গীতাঙ্গনে। তবুও ভক্তদের অনুরোধ রাখতে বিরতি ভাঙ্গছেন কণ্ঠশিল্পী হৃদয় আহমেদ।
গীতিকার রবিউল ইসলাম জীবনের ও মুশফিক লিটুর কম্পোজিশনে ‘তুমি আমার নিঃশ্বাস’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন এই তরুণ শিল্পী।
গানটিতে তার সঙ্গে কন্ঠ দিয়েছেন মোহনা ইতি।
এ বিষয়ে, হৃদয় আহমেদ বলেন, করোনা মহামারীর জন্য নতুন গান করা হয়ে উঠেনি। ঘরে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম! ভক্তদের সাথে মাঝেমধ্যে দেখা হয়ে গেলেই নতুন গানের অনুরোধ করতো, তাদের অনুরোধেই মূলত নতুন গান করা।
প্রসঙ্গত, এই তরুণ শিল্পী হৃদয় আহমেদ স্বল্পদৈর্ঘ্য ‘পেন্ডুলাম’ এর বহুল আলোচিত ‘ভুলে যাওয়া সহজ নয় রে’ শিরোনামে গানটি দিয়ে আলোচনায় আসেন।