বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষনা সংলগ্ন জিয়া নগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে ৩টি দোকান ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ঐ এলাকার বাসিন্দা আল-আমিনের বাড়িতে অদ্য ০৬-০১-২১ তাং রোজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এই অগ্নিকান্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আমিনের ভাড়াটিয়া আবুল কালামের স্ত্রী দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির সবগুলো ঘরে। এতে মোট বসতঘর ও দোকানসহ মোট ৬টি ঘরের যাবতীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। প্রায় আধা ঘন্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রনে আনতে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন আল-আমিনের ভাড়াটিয়া লতিফসহ ৩টি ঘর ও সামনে বাড়ির সামনে সেলুন, হোটেল ও টেইলার্সের মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় বাড়ির মালিক। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো: সজিব।
সজিব আরও জানান, আল-আমিনের বাড়ির দোকানসহ ৬ ঘরে আগুন ধরে যায়। এতে ঘরগুলোর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে সবাই ঘর থেকে বেরিয়ে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত চলছে, তবে এখন কিছুই বলা যাবে না। প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
বাড়ির মালিক আল-আমিন বলেন, ভাড়াটিয়া আবুলের ঘরের গ্যাস সিলিন্ডার মাধ্যমে এই আগুনের সূত্রপাত ঘটে বলে মন্তব্য করেছেন।