বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সাত কলেজ (ঢাকা কলেজ,সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,ইডেন মহিলা কলেজ,বেগম বদরুনন্নেছা সরকারি মহিলা কলেজ,সরকারি বাঙলা কলেজ) শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সাত কলেজের অধ্যক্ষদের সমন্বয় অধ্যাপক আইকে সেলিম উল্লা খোন্দকার বরাবর সাত দফা সংবলিত স্মারকলিপি প্রদান।
দাবী সমূহ নিম্নরূপঃ
১।ভর্তি ফি এবং পরীক্ষা ফি ৫০% মওকুফ করতে হবে।
২।করোনা পরিস্থিতি (ক্লাস ও শিক্ষা কার্যক্রম) বিবেচনা করে সংক্ষিপ্ত সিলেবাসে পরিক্ষা নিতে হবে।
৩।পরীক্ষা শুরুর পূর্বে স্বাস্থ্য বিধি মেনে কলেজের আবাসিক হলগুলো খুলে দিতে হবে।
৪।প্রতি পরিক্ষাত মাঝে পরবর্তী পরীক্ষার প্রস্তুতির জন্য নূন্যতম দুই দিন বিরতি দিতে হবে।
৫।করোনা পরিস্থিতি বিবেচনা করে সকল আবাসিক হলের শিক্ষার্থীদের ২০১৯-২০ বর্ষের হল ফি মওকুফ করতে হবে।
৬।পরীক্ষা পরবর্তী ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
৭।ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রতা ও করোনা পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কবি নজরুল কলেজ শাখার সাধারণ সম্পাদক বিপ্লব পাটোয়ারি, তিতুমীর কলেজ শাখার সভাপতি সুহেল মৃধা ও সাধারণ সম্পাদক খোরশেদ, বাঙলা কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিক ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক কাউসার আলী।