গত রাতে( ১৮-১-২০২১) ৯:৩০ মিনিটে ঢাকা খুলনা মহাসড়কের মান্দারতলা নিগি ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে রিয়াজুল নামে এক রিক্সা চালক সহ দুই জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, যাত্রীবাহী একটি রিক্সাকে দ্রুতগামী ট্রাকে ধাক্কা দেয়। এসময় সদর উপজেলার পারকুশলী গ্রামের বাবলু মোল্লার ছেলে রিক্সা চালক রিয়াজুল মোল্লার (১৫) সহ এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় ।
খুলনা সাতক্ষীরা থেকে আগত মাছের ট্রাকটি চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশ দিয়ে যাওয়া রিক্সার উপরে পড়ে। নিহতদের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিক্সায় থাকা নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি