তৃতীয় দফায় আজ ( শনিবার) টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন।
টুংগীপাড়া পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন ৯টি ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর ,এরা হলেন ১ নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ২ নং ওয়ার্ডে কাজী দেলোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ডে মইনুল ইসলাম অপু, ৪ নং ওয়ার্ডে কাজি আরিফুজ্জামান ,৫ নং ওয়ার্ডে কাজী ফখরুল আলম , ৬ নং ওয়ার্ডে মোঃ ফায়েক শেখ , ৭ নং ওয়ার্ডে মোঃ চান মিয়া শেখ, ৮ নং ওয়ার্ডে মোঃ কেরামত মোল্লা, এবং সর্বশেষ ৯ নং ওয়ার্ডে মোঃ নাসির শেখ ।
এই নব-নির্বাচিত পরিষদ আগামী পাঁচ বছর টুংগীপাড়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।