ফ্রেন্ডস সার্কেল রেস্টুরেন্ট এর ৪র্থ বছরে পর্দাপন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়!
নারায়নগঞ্জ, রূপগঞ্জ, পূর্বাচল ৫ নং সেক্টর, ১০৩ নম্বর রোডে ফ্রেন্ডস সার্কেল রেস্টুরেন্টের সাফল্যের ৩ বছর অগ্রগতির ৪ বছর উপলক্ষে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়।
এসময় ফ্রেন্ডস সার্কেল রেস্টুরেন্টের সার্বিক উন্নতি ও সবোচ্চ সফলতার জন্য দোয়া ও মিলাদ পরিচালনা করেন নুর উদ্দিন মোল্লা খতিব মোল্লা বাড়ি জামে মসজিদ, এসময় আরও উপস্থিত ছিলেন জেকরিয়া হাবিব হাফিজিয়া মাদ্রাসার ১০ জন হাফেজ এই দোয়া ও মিলাদে অংশগ্রহন করেন।
এসময় ফ্রেন্ডস সার্কেল রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন ফ্রেন্ডস সার্কেল রেস্টুরেন্ট এর গত ৩ বছরে যত অতিথিবৃন্দ আছেন তাদের সকলের জন্য রয়েছে 20 পার্সেন্ট ডিসকাউন্ট।
এই রেস্টুরেন্টে বাংলা, থাই চাইনিজ ও র্বাবিকিউ পাওয়া যায়। এবং তিনি আরও বলেন আমাদের রেস্টুরেন্টে মূলত প্রাকৃতিক একটা ভাস্কর্য রয়েছে বিশেষ করে আমাদের রেস্টুরেন্টে মাশরাফি, বিখ্যাত ইউটিউবার তৌহিদ আফ্রিদি সহ আরও অনেক সেলিব্রিটিরা এসেছেন।
ফ্রেন্ডস সার্কেল রেস্টুরেন্ট এর উদ্যোগে প্রতি মাসে প্রশ্ন র্পব আয়োজন করা হয়। সেখানে সঠিক উত্তর দাতাকে রেস্টুরেন্টের পক্ষ হতে বুফে গিফ্ট করা হয়। এবং রিয়াজুল ইসলাম বলেন ফেন্ডস সার্কেল রেস্টুরেন্টের মাসিক আয়ের কিছু লভ্যাংশ সামাজের উন্নয়নের জন্য ব্যয় করা হয়।