চট্টগ্রাম টেস্টে লড়াইয়ে ফিরেছে উইন্ডিজ। শেষ দিনে ৩৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মায়ার্স ও বোনার জুটিতে এগিয়ে যাচ্ছে ক্যারিবীয়রা। শেষ খবর পাওয়া ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ২৬১ রান। জয়ের জন্য প্রয়োজন ১৩৪ রান।
পঞ্চম দিনে খেলতে নামার আগে উইন্ডিজ ক্রিকেটার ইজরা মসলে মারা যাওয়ায় মাঠে কিছুক্ষণ নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা। এরপর ব্যাটিংয়ে নেমে দেখে শুনে খেলতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কাইল মায়ার্স ও ক্রুমা বোনার। ৩৭ রান করে দিন শুরু করা মায়ার্স তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন বোনার। ফিফটি তুলে নিয়েছেন বোনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মায়ার্স অপরাজিত আছেন ১১৬ রানে অন্য প্রান্তে বোনার আছেন ৭৮ রান নিয়ে।
সকালের সেশনে কোনো উইকেট তুলে নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। উল্টো দুই অভিষিক্ত ব্যাটসম্যান মিলে দেড়শ’ রানের অধিক পার্টনারশিপ গড়েছেন। এই দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় নতুন মোড় নিয়েছে চট্টগ্রাম টেস্ট। কিন্তু মায়ার্স দুইবার ‘জীবন’ না পেলে হয়তো ম্যাচের ভাগ্য এত ক্ষণে অন্য রকম হতে পারত। তবে শেষ দুই সেশনের ওপরেই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।