বরগুনার তালতলীতে হস্তান্তরের ১২ দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর ধসে পড়ার ঘটনার তদন্ত শুরু করেছে। ঘরগুলো নির্মাণে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখতে সোমবার সারাদিন ঘটনাস্থলে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দিন।
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় তালতলীর সাতটি ইউনিয়নে ১৭ কোটি ১ লাখ টাকা ব্যায়ে ১০০টি ঘর নির্মাণ করা হয়।
গত ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উর্মিলা রাণী নামের এক বৃদ্ধার পাওয়া ঘরটি হস্তান্তরের পর এর মধ্যে দুই বার ধসে পড়ে। দ্বিতীয় দফায় গেল ৩ ফেব্রুয়ারি সকালে দেয়াল ভেঙে পড়লে অল্পের জন্য বেঁচে যান ৭১ বছর বয়সী উর্মিলা।
প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ‘আমি সরেজমিনে তদন্ত করেছি। দুয়েক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হবে।’
এই প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। কাজের তদারকির দায়িত্ব ছিল তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগমের।
তবে এই অনিয়মের দায়ভার নিতে রাজি হননি ইউএনও ও পিআইও।