গোপালগঞ্জ বাস মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত।
মৃত ব্যক্তির নাম রঞ্জন বাইন(৩৫) এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।
নিহত রঞ্জন গোপালগঞ্জ শহরের পাচুরিয়া এলাকার মৃত রবীন্দ্রনাথ বাইনের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চরপাথালিয়া একটি বাসের সাথে মোটরসাইকেল এর সংঘর্ষ হয়। রঞ্জন বাইন সহ ২ জন আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে রঞ্জন মারা যান।