1. admin@bd-journalist.com : বিডি জার্নালিস্ট : বিডি জার্নালিস্ট
  2. miraj20@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. commercial.rased@gmail.com : Staff Reporter : Staff Reporter
  4. newuser@mail.com : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০২ অগাস্ট ২০২১, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

সিলেটে করোনায় ৩ জনের মৃত্যু: আক্রান্ত ১২২ জন

ফারুক আহমদ সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১
[ফাইল ছবি ]

সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছেন ১২২ জন। এদিকে সুস্থ হয়েছেন ৫০ জন।

আজ শনিবার ২৬ জুন সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটে ১২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬৪ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ৪১ জন।

মোট সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯২৯ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৯১ জন।
এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৯৩৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৬৩৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৭১ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫০ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ১৯১ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৭১২ জন।
এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭২ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট জেলার ৯ জন ও মৌলভীবাজারের আরও ৩ জন রয়েছেন।
সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৮১ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ১০ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2021 bd-journalist.com
Theme Customized By newspadma.Com